হাঁ
প্রভঞ্জন ঘোষ
হাঁ গুলো এগিয়ে আসছে-
গড় চুমুকে চা ওড়াচ্ছে
কাপগুলির,
উদ্ভিদের গোড়াগুলো ছিন্নভিন্ন করছে,
লুটে নিচ্ছে অপুষ্ট ক্ষীর।
হাঁ গুলো-
বাঁধাকপির বল টপকিয়ে বড় হচ্ছে
হাঁড়ি-পাতিলের বেড়কে টক্কর দিচ্ছে!
হাঁ গুলো ধেয়ে আসছে
কাঁপন ধরাচ্ছে দিনের দিন
হতে পারে আগাম সুনামি।
হাঁ গুলো, ঘরে-ঘরে সভা জমাচ্ছে
ছড়িয়ে পড়ছে পৌনপৌনিক।
হাঁ গুলো উপচে আসছে
পিঁপড়েভোজ দিচ্ছে প্রতিটি দানায়
পিজা-পাস্তায়, মন্ডে-মন্ডে- – –
ভাতের মাড়গুলো হচ্ছে ক্রাইসিস্।
হাঁ গুলো কাঁপন ধরাচ্ছে
কি যে হবে আগামি সব দিন!