কবিতাঃ অশরীরে – কৌশিক রায়

অশরীরে
কৌশিক রায়

এই দিককার কোণ থেকে একটা রাস্তা তৈরি হচ্ছে দিনকয়েক হলো ।
অবগাহনে চলে যাচ্ছে একটা পথ
একমুখো একটা শরীর ।
অশরীরী ভাষার ইঙ্গিত বুঝে নিতে
অসুবিধে হচ্ছে, হোক ।
তবুও একটা নামকরণ হোক,
যেমনটা মাটির উপরের লোকেরা করে ।
এইসব নাম, গোত্র, সাকিন, ঠিকানা
পূর্বপ্রজন্ম, স্বদেশ, পরদেশ পেছনে
পড়ে থাকে গল্পগাছা সাজিয়ে….
এই গল্পে কোনো ঠিকানা লেখা নেই ।
এতে শুধু একটা শরীর আছে ঘুড়ির থেকে বড়ো ।
লাট খেতে খেতে গোত্তা খেয়ে পড়তে থাকে নীচের দিকে ভাসতে ভাসতে
হাসতে হাসতে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *