পরিযায়ী
মলয় চৌধুরী
ফিরে যাও
অনেক উষ্ণ দিন তোমার প্রতীক্ষায়
অপত্য শাবকের পালকে পাখায়
ঠিকানা রেখে যাও ।
সংসারের অন্য নাম বাসা
কাজে লাগবে ভেবে কত অভ্যাস জমিয়ে রাখা
কিছু তার নিয়ে যাও ।
তুষারপাতের ক্ষতচিন্হ হৃদয়ে তোমার
পুরোন স্মৃতির ওম বুকে ধরে
ফিরে যাও গলিত সরোবরে ।
এখানে সাধ – স্বপ্ন হিজল গাছের ডালে ডালে
পরিচয় ধারণ করে
কয়েকটা পালক ঝরিয়ে সে বৃক্ষ মূলে
দায় সেরে যাও ।
খড়কুটোর পৃথিবী ক্রমাগত ঝরে যায়
পাখা মেলে পরিযায়ী অনন্ত জীবন ।
শৈত্য থেকে উষ্ণমণ্ডলে চলাচল করে
বিবর্তিত শৈশব যৌবন বার্ধক্য ।
বাতাসের নিয়ন্ত্রিত রেখা অতিক্রম করো
অর্ধেক ভ্রমণকাল এখানে তোমার
নখের গভীর আঁচড় রেখে হা ঘরে যাপনে
ফিরে যাও ।।
গভীর দর্শনবোধ।