কবিতাঃ রঙ – কাজরী বসু

রঙ
কাজরী বসু

বুকের মাঝামাঝি কাটছে বলে জানি
যে ছুরি ধরি তার তীব্র বাঁট
বেনীআসহকলা করেছে রাহাজানি
অথচ রংহীন রাজ্যপাট।

রঙের কাচপোকা গলির ডাস্টবিনে
একলা সাঁতারেই জল ছুঁলো
কোথায় বাধছিল দেখে সরেজমিনে
বুঝেছে তা বিপদসংকুলও…

বিপদ রঙে নয় পালটে ফেলা রঙে
আর মুখোশজাত মিথ্যেতে
বিপদ জঙ্ঘার চেয়েও বেশি জঙে
অজানা সে বিপদসংকেতে…

চাঁদের জোছনায় নয়, বরং চাঁদ
স্পর্শ করবার অভিলাষে
আলোও কখনো বা একা মরণফাঁদ
নীল রোমান্টিক সন্ত্রাসে…

ভাবনা অতলেও রঙ গোলকধাঁধা
পিচকিরিও নেই,বেলুনও নয়
বিনিসুতোও শিখে নেয় কখনো বাঁধা
তখনই হার ভেবে পাচ্ছে জয়।

দুহাত রাখলেই ভালোবেসেই হাতে
তবে কি রং মাখা হয় মানা
ফাগুন পথহারা গোপনে মাঝরাতে
কৃষ্ণচূড়া যদি রংকানা !

নকলনবিশেরা যদিও কেটে যায়
হলদে সবুজের রঙিন খাল
যতই ভাবো তুমি সত্যি পথ হারায়
কখনো হলদেও নির্ভেজাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *