সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

আজ ২২ শে জানুয়ারি, ২০২২ প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার নিয়মিত পাক্ষিক সংখ্যা।
এই সংখ্যায় পত্রিকার প্রচ্ছদ নতুন রূপ নিয়ে এসেছে।এই নতুন প্রচ্ছদে বস্তু ও বিমূর্ততায় বর্ণিত হয়েছে অবেক্ষণের এক উদ্দেশ্য, তা হল উজ্জ্বল মনের একাগ্র সাহিত্যের সর্বজনীন প্রকাশনা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নিরপেক্ষতাও পরিস্ফুট করার চেষ্টা আছে এই প্রচ্ছদে যা অবেক্ষণ পত্রিকার আদর্শ।
সম্পাদকীয় লেখার দায়িত্ব প্রতিবারই আমার ওপর বর্তালেও সম্পাদনার গুরুভার আমি একা পালন করি এমন নয়। সম্পাদক মণ্ডলীর প্রত্যেকে তাঁদের সুচিন্তিত মতামত এবং পরিশ্রম দিয়ে পত্রিকার জয়যাত্রার পথ সহজ করে তোলে। অর্জিত সুনাম, প্রশংসার দাবীদার তাই সম্পাদক মণ্ডলীর প্রত্যেকেই। যাঁরা নিয়মিত পত্রিকায় লেখেন এবং পত্রিকা পড়েন সকলেই অবেক্ষণ পত্রিকার পরিবারের অন্তর্ভুক্ত। আপনারাই আমাদের সম্পদ। সবাইকে পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
আমাদের মেইলে প্রচুর লেখা আসে, সবার লেখা প্রকাশ না করতে পারার জন্য আমরা দুঃখিত। যাঁরা লেখা পাঠাবেন পত্রিকার ‘কথা মুখ ‘ আগে পড়তে অনুরোধ করা হয় সব সময়। উচ্চমানের লেখাই একমাত্র বিবেচ্য যখন, একটু নিজের লেখার মান বিচার করেই মেইল করতে অনুরোধ করব। নামীদামী লেখক অথবা একদম নব্য লিখিয়ে দেখি না, আমাদের চোখে তাঁদের সৃষ্টিই বিচার্যের বিষয়। কারো লেখা পড়ে যদি একবার মনে হয় সে অন্য কারো লেখা অনুকরণ করেছে অথবা অন্যের লেখা একটু বদল করে নিজের নামে প্রকাশ করতে চায়, তেমন প্রমাণ পেলে তাঁর লেখা আর কখনোই পত্রিকায় জায়গা পায় না। এমন অপ্রিয় কথা বলতেই হল, এমন ঘটনা ঘটার কারণে। মৌলিক, অপ্রকাশিত লেখাই গ্রহণযোগ্য আমাদের কাছে। যে কোন পত্রিকায় লিখতে চাইলে আগে সে পত্রিকাকে চেনা জরুরি। আগে পড়ুন। অবেক্ষণ পত্রিকায় কেমন লেখা প্রকাশিত হয় জানুন, তারপর লেখা পাঠান। এ আমাদের একান্ত অনুরোধ নতুন লেখকদের প্রতি।
প্রতিবারের মতো এই সংখ্যাও সকলের ভালো লাগবে বলে বিশ্বাস করি। লিঙ্ক থেকে সহজেই পড়ুন অবেক্ষণ পত্রিকা। আপনার পাঠ প্রতিক্রিয়া জানান আমাদের, পছন্দ হলে আমরা তা প্রকাশ করব পরবর্তী পত্রিকার সংখ্যায়।
আগামী সংখ্যায় বেশ কিছু ভালবাসার গল্প উপহার দিতে চাই পাঠকদের। সেইমত ঘোষণাও হয়েছে। ভালো গল্পের অপেক্ষায় আছি।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভালোবেসে পড়ুন ভালোবেসে লিখুন। নমস্কার।

5 thoughts on “সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

  1. সুন্দর সম্পাদকীয় ।অনেক শুভেচ্ছা রইল ।

  2. দারুণ সম্পাদনা । সম্পাদক মন্ডলীর সকলকেই অনেক শুভকামনা জানাই । এমন একটি পত্রিকা আমাদের উপহার দেওয়ার জন্য ।

  3. সুন্দর সুচিন্তিত মত প্রকাশ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্পাদক মন্দিরাকে।

  4. গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা সম্পাদকীয়টি ভালো লাগলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *