কবিতাঃ সোম ও সবিতায় – প্রভঞ্জন ঘোষ

সোম ও সবিতায়
প্রভঞ্জন ঘোষ

খুঁকি তুই ফিরে আয়-
সাতনরি টুনি দেবো
শত ঝাড়বাতি দেবো
চাস যদি ছেয়ে দেবো
থরে-বিথরে
নিয়নের পরমানু
সপ্ত রঙের রেণু
সাত মহানগরের
বুকে যা ধরে!

বর্ণবলয় আঁকি’
দীপটিরে জ্বেলে রাখি
চরাচর ভ’রে রাখি
নানা দৌলতে,
তৃণ-নাড়া-সমীরণ
জোনাকের বিচরণ
কিশলয় মঞ্জরি
পাপিয়ার গীতে,
খুকি তুই ফিরে আয়
বক্ষে-কোলেতে।

খুকি তুই ফিরে আয়-
মেঘে ঢাকা দিতে পারি
বিহানের ও মাধুরী
অস্তরাগের নুর-ই
যত মনোরমা,
শত শহরের গায়ে
সোনা যত আছে ছেয়ে
মণি যত আছে ছেয়ে
সহস্র জমা-
সবকিছু দিতে পারি
ফিরে আয় বামা।

বামা হাঁটে বেঁধে মলে
দ্রিমিকি-দ্রিমিকি তালে
ধরি ধরি-
তবু, ধরা টুকুু নাহি দিয়ে-
ঢেউ জলে গা ডুবিয়ে
জ্যোৎস্না ও রোদ নিয়ে
তলিয়ে অতল হয়
যেন মীনবালা,
খুকি, তবু গেঁথে চলি
রবি,চাঁদ মালা!

2 thoughts on “কবিতাঃ সোম ও সবিতায় – প্রভঞ্জন ঘোষ

  1. ধন্যবাদ সুপ্রিয় ‘আবেক্ষণ’।
    শুভেচ্ছা জানাই।

Leave a Reply to প্রভঞ্জন ঘোষ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *