ফিনিক্স কিংবা যাদুশব্দ
মধুপর্ণা বসু
তার পুড়ে ছারখার হবার দিন শেষ হয়ে আসছে।
এবার পোড়ানোর পালা,
সেই বেদ উপনিষদের থেকে আমার জন্ম
শুধু পুড়ে সোনা হয়ে ওঠার জন্যে,
এমনই চিরাচরিত ফিনিক্স বহু জন্ম আগুনকে দুই ডানায় জড়িয়ে সতী হয়ে ওঠে।
তারপর কোন যাদুবলে হাজার যুগ ধরে
বীর পুঙ্গব স্রষ্টা সেই অবলাকে উদ্ধার করে,
তার কলমের খোঁচায় বেঁচে থাকার ইচ্ছেটাকে এবার হাতের মুঠোয় পিষে
আমি জ্বালিয়ে দিতে চাই সব পুরুষের লেখা কল্পকাহিনী।
সত্যি হয়ে উঠুক আগুন পাখির ডানার ফুলকি
আর চোখের তীক্ষ্ণ ছুরি, আর শরীরের জটিল ভাঁজ,
নরম মাটির ইতিহাস থেকে ছিটকে আসুক
এই নারী আহূতির দেশে,
সব হেরে যাওয়া আর বেঁধে রাখা ওড়নার
ফাঁস ছিঁড়ে ফেলে আগুন হয়ে উঠবে সে, দাবালনের মতো, সব আদ্যোপান্ত পুড়ে মুক্তি
নামবে তার বুকে।