পরিত্যক্ত
ইন্দ্রাণী দত্ত পান্না
মাঝে মাঝে ভেতরে বসে বসে কেউ জানতে চায়
একলা বাড়িটা আমার কেউ হয় না কি?
বারান্দায় ঝুলে পড়া দড়িতে কালো হয়ে যাওয়া পর্দা,
জংধরা কাত হয়ে থাকা বালতির ওপর বিছে,
দেয়ালে ডোরা কাটা টিকটিকি, শুকনো তুলসী গাছ,
কব্জা ভাঙা জানলার কপাট নিয়ে ঘুমহীন বাড়ি …
আমিও ভাবি এ সবের মানে আর দেখি
মেঝের ফাটল থেকে ছড়িয়ে পড়ে শিকড়ের আগ্রাসন
“আহা বড় কষ্ট ” বলে উড়ে গেল চন্দনা
বাড়িটা কি উড়ে যেতে চায়
ধলভূমগড় অথবা গোয়ার সৈকতে?
ঐ সব বাড়ি আর আমার মাঝ খানে এক বিষন্ন প্রদেশ
মিল বলতে ওটুকুই
রক্তের ভেতর কোন চেনাশোনা নেই।
খুব সুন্দর।
খুব ভালো অনুভব পেলাম। ধন্যবাদ।