জলজ টানের মতো সরল চাঁদ
বোধিসত্ত্ব (গৌতম নাথ)
নিঃশব্দে আকাশ ছুঁতে চেয়ে সোহাগবিন্দুর মুখোমুখি হয়েছি।
একদিন নিকটবর্তী হবো জেনেই তো শ্রী হারাইনি।
পূর্ণ মানেই যে নিসর্গের কাছাকাছি এক শর্তহীন যাপন।
সেই কবেই আমি মহার্ঘ পোলাপী ছায়ায় তোমার দারুচিনি যৌবন মেখেছি।
যত ছদ্মনামে শ্রেয়তমার কাছাকাছি এসেছি তার সবটাই জলজ টানের মতো সরল।
মেঘের পঙতিগুলোকে মাঝে মাঝে মনে হয় শব্দহীন ভালোবাসার গভীর ঘুম।
ইচ্ছে হয় ধ্রুপদী আলোর নিচে নতজানু হয়ে শহসস্রবার স্বচ্ছ নদীর জলে নিজেকে দেখতে।
চাঁদকে কখনো খন্ড খন্ড হতে দেখিনি
শুধু দেখেছি রাত জেগে আলো দিতে,
যেমন দেখিনি তোমাকে কখনো হারিয়ে যেতে
শুধু দেখেছি সোহাগ আর মায়া মাখতে।