কবিতাঃ অখাদ্য – অনিরুদ্ধ সুব্রত

অখাদ্য
অনিরুদ্ধ সুব্রত

ব্যর্থতার ধারাল দাঁতের ভিতর
চেপে ছিলাম স্থিতিস্থাপক
এবং ক্ষুদ্র হতে থাকা আমি
তখনও সময় পুরোপুরি
চিবিয়ে পারেনি—

বিভৎসের দুটি চোয়াল
নীচে সারিবদ্ধ মৃত্যুর দাঁত কপাটি
অসহ শক্ত হাড় অথবা কাঁটার মতো
মাখানো স্বাদের মধ্যে বেমানান
পড়ে থেকেছি, বিচ্ছিন্ন, বেপরোয়া
চুষে রেখে গেছে, গিলেফেলার পদ্ধতি

তবু রসের মধ্যে ইচ্ছে করে
স্নান করি, সাঁতারের গান আমার
আনন্দ রসনা-দেশে নিষিদ্ধ দীঘিতে
পার বরাবর হাঁটতে হাঁটতে হঠাৎ, নিজেই
নিজেকে কালো জলে ঠেলে ফেলে দিই

উপর আর নীচের দাঁতের ফাঁকে
চিরকাল এক যান্ত্রিক অবকাশ, রয়ে গেছে
জীবন যত‌ বিভৎস লোভে— চিবিয়ে যাবে
ততবার আমি সরে যাবো পিচ্ছিল রসে—
গলাধঃকরণ সুখের গহ্বর থেকে বিতাড়িত
ক্ষুদ্র,বারংবার বিস্বাদ-বিচ্ছেদে ছিটকে পড়বে

প্রতি পাথর কণার প্রতি
প্রথাগত স্বতঃ অবজ্ঞা
স্থিতিস্থাপকের সহন-ধর্মে ঘৃণা
ব্যর্থতার দাঁতের আয়ত্ব পারেনি যে
চিরতরে ভঙ্গুর করে দিতে, সুখী গহ্বরে
এই বিষম বিসদৃশ বেহায়া যন্ত্রণা।

One thought on “কবিতাঃ অখাদ্য – অনিরুদ্ধ সুব্রত

Leave a Reply to দয়াময় পোদ্দার Cancel reply

Your email address will not be published. Required fields are marked *