আজ ২৭ শে নভেম্বর, ২০২১ প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার নভেম্বর মাসের দ্বিতীয় পাক্ষিক সংখ্যা। যাঁদের লেখা এবং ছবিতে পত্রিকার এই পক্ষ সেজে উঠেছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অবেক্ষণ পত্রিকার সমস্ত পাঠককেও জানাই আন্তরিক শুভেচ্ছা। নিজেরা পড়ুন এবং অন্যদের পড়ান। সকলের ভালোবাসায় অবেক্ষণ পত্রিকা সফলভাবে এগিয়ে চলেছে।
গত শিশু -কিশোর সংখ্যা সেজে উঠেছিল ছোটদের ইচ্ছে খুশির আঁকা ছবি, লেখা এবং বড়দের লেখা ছোটদের জন্য মিষ্টি মিষ্টি ছড়া, গল্প এবং প্রবন্ধে। প্রত্যেকটি সৃষ্টি ছিল অত্যন্ত সুন্দর। অনেকেই প্রসংশা করেছেন। তবে ছোটদের পড়িয়েছেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। পূর্ববর্তী সংখ্যার সমস্ত সৃষ্টি আর্কাইভে রাখা থাকে। কেউ চাইলে যে কোন মাসে প্রকাশিত হয়ে যাওয়া লেখা পড়তে পারেন।
অবেক্ষণ পত্রিকায় সাহিত্যগুণ আছে এমন লেখাকেই প্রকাশের উপযুক্ত বলে মনে করা হয়। আপনার অপ্রকাশিত সেরা মৌলিক লেখাই পাঠাবেন। নিয়ম অনুযায়ী একটি গদ্য অথবা দুটি কবিতা পাঠানোর পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন, ক্রমাগত লেখা পাঠিয়ে যাবেন না। নির্দিষ্ট সময়ের পর আবার নতুন লেখা পাঠাবেন। নতুন লেখকদের প্রতি অনুরোধ লেখা পাঠানোর আগে পত্রিকা পড়ে দেখার। কেমন লেখা অবেক্ষণ পত্রিকায় প্রকাশের যোগ্য সে সম্পর্কে তাহলে পরিষ্কার ধারণা হবে। পরবর্তী সংখ্যা প্রকাশিত হবে ১১ই ডিসেম্বর ২০২১। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবেসে পড়ুন ভালোবেসে লিখুন। নমস্কার।
এটি হল বাংলা অগ্রহায়ণ মাস। অগ্র মানে আগে আর হায়ণ মানে বছর। প্রাচীন বাংলায় বছরের শুরুর মাস হিসাবে এই মাসকে ধরা হত তাই এমন নাম। এই মাস শস্য সম্পদের মাস, প্রচুর ব্রীহি উৎপাদনের মাস, নবান্নের মাস। অফুরন্ত সম্পদশালী হোক অবেক্ষণ। শুভেচ্ছা। সম্পাদিকাকে ধন্যবাদ। সম্পাদকীয় ভাল হয়েছে।
খুব সুন্দর সম্পাদনা । সম্পাদিকাকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই ।
সুন্দর সম্পাদকীয়। অভিনন্দন।