প্রেত নগরের বাসিন্দা
দীপক মান্না
এই গ্রহ নক্ষত্রের ভিতর স্থান হবে কি আমার?
দেখব তাহলে শূন্যের ভিতর থেকে সুখের দালান,
পৌষালী দুপুর আর আদুরে গোধূলিবেলা ;
নিঃস্ব ভিখারির মতো তাকিয়ে দেখবো প্রিয় মুখ
চেটেপুটে খাবো অতৃপ্ত ভালোবাসা, আধপেটা প্রেম।
তা যদি না হয় তবে যেন পুনর্জীবন বলে কিছু না থাকে,
না থাকে অন্ধকার জীবন্ত কায়া
না থাকে অনুভব, না থাকে স্মৃতি
না থাকে অতৃপ্ত জীবনের আগ্রাসন;
আমি কিছুতেই চাই না অন্ধকারের মাহাত্ম্য বুঝতে;
চাই না বুঝতে পাপ পূণ্যের হিসেব;
যতটুকু লেগে আছে শরীরে তার সবটাই আমার প্রাপ্য নয়
কতটুকুইবা পাপ মেখেছি এ জীবনে যে মৃত্যুর পরেও কারাগার দেখাও?
জন্মভূমি থেকে মৃত্যুর গলিপথ পর্যন্ত
হেঁটে গেছি অন্ধকারের ভিতর
আর কতটা অন্ধকার মাখলে আলোর দরজায় পৌঁছানো যায়!
এখনও কত জ্যোৎস্না মাখা বাকি, শিশিরে স্নান,
হতে পারিনি নির্মল বাতাসে ভেসে বেড়ানো পাখি,
আমি অনন্তকাল ধরে প্রখর সূর্যকিরণে পুড়তে রাজি,
তবু চাই না হতে প্রেত নগরের বাসিন্দা।