কবিতাঃ বাতাসা – অঙ্কন বসু (আটলান্টা, জর্জিয়া)

বাতাসা
অঙ্কন বসু

আমাকে স্পর্শ করে ফিরে গেছে রোদ্দুর
মিশে গেছে খুলি আঁকা জাহাজের গায়ে
একদিন বান ভেসে জলপ্রপাতে যাবো
শুয়ে আছি মসৃন পায়ে
আমার জন্যে তুমি নখ রেখ, দোষ নেই
চুল রেখ, চাদিহাও – কোন আফসোস নেই
আমায় গামছা করে মুছে ফেল রোদ্দুর গায়ে
এপথে নরকে বুঝি অক্লেশে যাওয়া যায়
কলাপাতা-মসৃন পায়ে
আমার বাঁদিকে কেউ সমুদ্রে ভেসে গেছে
প্রিয়জন যারা ছিল, আহত – তবুও বেঁচে
ছিল তারা, দুটি বার
দুই চোখে দেখবার
দুটি হাত রাখা ছিল আকাশের গায়ে
তাদের আঙুলে আজো দশ গুনে ফেলা যায়
মাথানত পদধূলি পায়ে
তিন নম্বর চোখে হয়ত বেশিই দেখ
দুচোখে কতটা দেখা যায়?
আমাকে স্পর্শ করে আকাশে ছুঁড়ল কেউ –
বাতাসা ভর্তি রাস্তায়

One thought on “কবিতাঃ বাতাসা – অঙ্কন বসু (আটলান্টা, জর্জিয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *