দোলনচাঁপা
পলাশ দাস
পান্তা ভাতের মত রোদ ছুঁয়ে যাচ্ছে তোমার চুল
তোমার মুখে সেই অমলিন হাসি
শতাব্দী আগের
প্রত্যেক বসন্ত সন্ধ্যায় আকাশী মেঘ উড়িয়ে তুমি এসে যেভাবে বসো বারান্দায়
ঠিক সেভাবে আকাশ জড়িয়েছ গায়ে
কয়েকটা আমের ডাল কচুরিপানা চেয়ে আছে
তোমার দিকে
বড় বড় চোখে
যেভাবে পাড়ার ছেলেরা দেখত তুমি হেঁটে গেলে
এই ভাঙা ঘাট পথ
এরা আমারই মত অক্ষম অযোগ্য ফুটেছে বাতাসে
তুমি বাতাসের কথা শুনতে চিরকাল
তুমি বর্ষার গান গাইতে
দ্যাখো এই পুকুরে আজ জল নেই মটি ঠেলে তুলেছে বুক
আমি কয়েকবার চেষ্টা করেছি মেঘ ডাকতে
বৃষ্টির গান ধরতে
অযোগ্যতাই দোসর হয়েছে
এখানে বড় বিবর্ণ আকাশ
দাঁতহীন মাড়ি আর ভাঙা চোয়ালের মত বাধানো আসন
বড্ড বেশি লতাগুল্মের আস্তরণ
আমি সব সরিয়ে দিয়ে বর্ষার গান ধরতে চেয়েছিলাম
কিন্তু তুমি আকাশ জড়িয়ে নিলে গায়ে…
সুন্দর । ধন্যবাদ।