কবিতাঃ শ‍্যামল তাপ-রং রেকাবি – কাঞ্চন রায় (হাবড়া)

শ‍্যামল তাপ-রং রেকাবি
কাঞ্চন রায়

তোমাকে দেখার পর, আমি
যে “চাঁদ” সম্পাদনা করে ছিলাম, তার
জ‍্যোৎস্নার জলে এখনও দাগ আঁকে—
“শ‍্যামল তাপ-রং রেকাবি”।

তোমার সুডৌল ছায়াচ্ছন্নতার মেঘ
যুক্তাক্ষর ভেঙে এনে দেয় বৃষ্টিপাত;
ঢেলে দেয় পলাশে— পলাশ,
গোলাপি আভার আকরিকে…

যে আকরে লেগে থাকে আলোক রেণুর নিবিড়তা,
গলে ওঠা বাষ্প,
অসমাপ্ত ঠোঁট!
তার সমস্ত গোলাপি রোদ্দুর,
জানালার প্রহর কেটে;
আকাশকে চাঁদের কাছে নিবেদিত হতে শেখায়।

4 thoughts on “কবিতাঃ শ‍্যামল তাপ-রং রেকাবি – কাঞ্চন রায় (হাবড়া)

    1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও একরাশ ভালবাসা দাদাকে💖💖💖

  1. আকাশকে চাঁদের কাছে নিবেদিত হতে শেখায়‌।সুন্দর‌। ধন্যবাদ।

  2. আপনার মন্তব্য আমার প্রাপ্তি দাদা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা

Leave a Reply to বিকাশ গুঁই Cancel reply

Your email address will not be published. Required fields are marked *