মেজদা
অ সী ম মা লি ক
কাল সারারাত ক্যানেলের হাঁটুজলে
ঘুনি হয়ে শুয়েছিল –
আমার মেজদা !
লাফিয়ে ওঠা পুঁটি মাছের পেটে
জ্যোৎস্নার আঁচ নিয়ে
জল ছুঁয়েছিল সকালের কিছু স্বপ্ন।
মেজদার অনেকদিনের শখ
কাঁচা তেঁতুল দিয়ে ঘুসো মাছের টক।
আর ঘুনিতে চুনোমাছ পড়লে
মাছের মোয়া দিয়ে খাবে-
একথালা পান্তাভাত !
কলমটা চালের বাতায় গুঁজে
কাল সারারাত;
ঘুনির শরীরে আমিও খুঁজছিলাম-
ডানকোনা মাছের পেটে জ্বলতে থাকা
আমাদের মাটির উনুন!
বাঃ। ভালো লাগল স্বপ্নের সন্ধান। ধন্যবাদ।