অসুস্থ সময়
আব্দুল বাসার খান
কী লিখবো ! বেলা শেষ, আকাশ ঝুলছে
সন্ধ্যা চুলে নরম ঢেউয়ের বেলা দূরে সরে যায় ।
হাজার শব্দের মধ্যে দিনটাকে জড়িয়ে নিলেও
নৈঃশব্দ্যই একা ফিরে যায়,
অসুস্থ সময় – এত দীর্ঘ, দীর্ঘতর হলে
ক্ষয় তো ক্ষয়ের মতো
মুছে দেয় জ্যান্ত চরাচর ।
মেঘের নির্মাণ দিয়ে আমাকেও সময় জড়ায়,
দুঃখের বালক বেলা দুঃখেই সাঁতার কাটে
দু’একটা থালা বাজে
রৌদ্র নেমে যায় জলে,
শূন্য ঘাট বসে থাকে
তরল আয়না ছুঁয়ে একান্ত পাথর ।
দুঃখের বাগান-মাটি, অনিকেত স্রোত,
চেনা গঞ্জ ভেসে ভেসে যায়…
বেলা শেষ ! না ভাই। বেলা যে আদিগন্ত পড়ে আছে আজো। ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ প্রিয় গুণীজন