সারকথা
সোমা মুখোপাধ্যায়
আমার একলা দিনের গল্প বলি একটু
তখন আমার হৃদয় জুড়ে বিষাদ
অস্পষ্ট চেতনার গভীর সত্তা,
টেবিলে রাখা কফির কাপে
ঢেউ তুলে যায় নিথর দুপুর,
সব কথার মাঝে একটা কথাই
বুকের ভেতর ঠাঁই পায়…….
চোখ জ্বলে ওঠে
তীব্র আত্মবিশ্বাসের অনুসন্ধানে,
কয়েকটা নিস্তব্ধ মূহুর্ত কেটে যায়
অনিয়মিত দোলাচলের দ্বৈরথে …..
শব্দের ভার অসহনীয় মনে হলেও
সেই শব্দরাই প্রাণ পায়–
ভালোবাসা আর বিশ্বাস
একলা হতে দেয় না আর—-
সবকিছু মন্দের পাশাপাশি
একটা ঝকঝকে সুন্দর পৃথিবীও আছে……।।
সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ ।
সুন্দর
অনেক ধন্যবাদ ।
একটা ঝকঝকে সুন্দর পৃথিবীও আছে – – -। ভালো লাগলো। ধন্যবাদ।