কবিতাঃ ঘরবন্দীর কবিতা ৭ – দয়াময় পোদ্দার

ঘরবন্দীর কবিতা-৭
দয়াময় পোদ্দার

থমকে যাওয়া ঢেউ-মুখে উজান বাইছি,
পালাতে পালাতে ঘরবন্দী আহত জীবন,
মৃত্যুর ভয়ে বাইরে অর্ধোন্মৃত দুঃখী সকাল
রোদের নম্রতা ;
হাইওয়ে ধুসর মিলিয়ে গেছে খাঁ-খাঁ রান্নাঘরে!
একঝাঁক মনুষ্য-শকুন উড়ছে মাথার উপরে,
তারা চেয়েছে- এই ভয় থাকুক, এমন বিপর্যয় আসুক
রেশনের চাল-ডাল চুরি করে, কিঞ্চিৎ অর্থ থেকেও
কাটমানি খেয়ে বেঁচে থাকবে তাদের চোদ্দগুষ্টি!
আর প্রকৃত শকুনেরা লজ্জা পাবার আগেই
মরে গেছে- উত্তরের বনে চুপচাপ।

ক্যামেরার দিকে ফ্যালফ্যাল তাকিয়ে রয়েছে
নিরন্ন আদিবাসী রমনী,

আমাদের মুখপাত্র তিনি!

One thought on “কবিতাঃ ঘরবন্দীর কবিতা ৭ – দয়াময় পোদ্দার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *