কবিতাঃ সব কুচ্ছ বিকাও হ্যায় – মৌমিতা রাবেয়া

সব কুচ্ছ বিকাও হ্যায়
মৌমিতা রাবেয়া

সব কুচ্ছ বিকাও হ্যায়
সব কুচ্ছ….
পাগল টা গলির মোড়ে
খোলা আকাশের নীচে
মাথা উঁচু করে
কাকে যেন
নালিশ জানাচ্ছে।

প্রতি দিন যাবার পথে
দেখা হয়
মনে মনে
খানিক কথাও হয়…

বিকিয়ে যাচ্ছি
প্রতিটি মুহূর্তে

বিকিয়ে যাচ্ছে
আমাদের স্বপ্নগুলো..
স্বপ্নগুলো কেমন
খাঁচায় বন্দি হয়ে
ছটফট করছে…

বিকিয়ে যাচ্ছে
আমাদের বোধ
সে বেচারা
না পারছে ছেড়ে থাকতে
না পারছে ধরে রাখতে…

বিকিয়ে যাচ্ছে
আমাদের অস্তিত্ব
দল পাল্টাতে পাল্টাতে
সে যে বড় অস্তিত্বহীন
হয়ে পড়েছে…

সব কুচ্ছ বিকাও হ্যায়
সব কুচ্ছ….
প্যার মোহাব্বত দোস্তি
এ জান.. এ জাহান
সব কুচ্ছ বিকাও হ্যায়…

ফেরার পথে দেখি না ওকে
আবার কোথাও নালিশ
জানাতে গেছে
ওর কথাগুলো
ঘুরে বেড়ায় মাথার মধ্যে…

বাড়ি ফিরি
গরম চায়ের কাপ হাতে
কুহু কুহু কোকিলের ডাক
বিশ্বাসটকে জাপটে ধরে
বাঁচতে
বড্ড ইচ্ছা করে
কিছুতেই বিকিয়ে দিতে চায় না মন।।

নীচ থেকে ভেসে আসে
সেই চেনা গলা…
সব কুচ্ছ বিকাও হ্যায়
প্যার মোহাব্বত দোস্তি
এ জান.. এ জাহান
সব কুচ্ছ….

4 thoughts on “কবিতাঃ সব কুচ্ছ বিকাও হ্যায় – মৌমিতা রাবেয়া

  1. বাহ্ ……দারুণ লাগলো । অনেক শুভেচ্ছা রইলো ।

  2. অপূর্ব। সত্যি জীবন , যাপন সব পণ্য হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *