কবিতাঃ মোহনা বুঝিয়ে দেবে – কাঞ্চন রায়


মোহনা বুঝিয়ে দেবে

কাঞ্চন রায়

ইচ্ছে হলেই পাড় ভাঙছ
খামখেয়ালীর নিচ্ছ বাঁক।
যখন তখন বানের ছুঁতোয়
উজাড় করো চাষ-আবাদ।
ভাঙছ যে ঘর, মাটির দেওয়াল
জানো কি তার ওজন কত?
তোমার দেহেও জমছে পলি
তোমার বুকেও বাড়ছে ক্ষত…

এখন তুমি তন্বী ভীষণ
শরীর মাতাল জোয়ারে বুঁদ;
সাগরে এলেই থিতিয়ে যাবে
মাটির দাম বুঝবে খুব…

4 thoughts on “কবিতাঃ মোহনা বুঝিয়ে দেবে – কাঞ্চন রায়

    1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ , আপ্লুত হলাম। শুভেচ্ছা জানাই

  1. ফর্ম আর কনটেন্ট এর সুন্দর মেলবন্ধন। উপভোগ করলাম।

    1. আপনার মন্তব্যে ঋদ্ধ হলাম দাদা। শুভেচ্ছা জানবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *