কবিতাঃ কেদার তালে ভৃগুপন্থ – শুভাশীষ দত্ত

কেদার তালে ভৃগুপন্থ
শুভাশীষ দত্ত

চিরকাল চুপচাপ তাল।
দূরে থলাইসাগর।
সকালে সন্ধ্যায় ছায়া পড়ে ওর।
ঢাকে কালের মেঘ, কখনো কুহক
পাশে ভৃগুপন্থ – শান্ত বন্ধু ;
তার তৃষ্ণার্ত চোখ –
কখন কাটবে মেঘ ?
বুকে তুষারধ্বস,
দুরন্ত আবেগ।
তার প্রিয়তম লোক – ওই থলাইসাগর –
জলে জলে রূপ দেখবে ওর।
রূপ দেখতে চায়।
চিরকাল বুকে ওর বর্ণিল ব্যাপার-স্যাপার
বুঝে উঠতে চায়,
কিংবা নক্ষত্রচর্চিত অন্ধকার।
সে থাকে কীসের ধ্যানে
কী চায় কী পায়
ভৃগুপন্থ কিছুই না জানে !
সংশয় খেলে যায় মনে ?
মেঘ কাটে, আলো ফোটে,
প্রিয়কে সে পায়
চিরকাল জলের নির্জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *