আর কতদিন
বাসব রায়
গভীরতাকে স্পর্শ করতে পারিনি
ভাসমান স্রোতের দামে আটকে আছে অনুভব
সাগর অনেকদূর
অতলস্পর্শী উপলব্ধির উঠোনজুড়ে বিবর্ণ শ্যাঁওলার জট
অতৃপ্তির ক্ষুধায় জরাজীর্ণ সময়ের দেয়ালে পুরনো মানচিত্রে আরশোলার বসবাস
বোধের কপাটে যুগান্তরের খিল
ঘোর অন্ধকার অক্টোপাসে বেঁধেছে শক্ত করে
একঝলক মুক্ত আলোর মুখোমুখি হতে
আর কতদিন –!
অবেক্ষণ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই
ভাল লাগল।
আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা
অপূর্ব কবি।