গোঁসাই রোদের বিকেল
বোধিসত্ত্ব (গৌতম নাথ)
সারা পৃথিবীর মাটি মেখে একটি
ছায়ার কাছে আমি মঠের
নীরবতা নিয়ে বসে আছি।
এই দীর্ঘ ছায়াটার সাথে পড়ন্ত
বিকেলের হলুদ আলো মিশে
আমার চারপাশ কেমন যেন
সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে গেছে।
অনেক বৃষ্টির ছবি প্রজাপতির
মতো ডানা মেলে উড়ে গেলেও
দু-হাতে এখনও মায়াবী গন্ধ লেগে আছে।
পথের যে বাঁকে ‘বদল’ শব্দটা
লেখা আছে, সেখান থেকেই
শুরু হয়েছে আরেকটা জলজ পথ।
পুরোনো প্রতিটি চৌরাস্তার
মোড়ে মোড়ে বসন্তে চুমুক
দেওয়া অক্ষরগুলো কৃষ্ণচূড়া
প্রচ্ছদের কাব্য সাজিয়ে রেখেছে।
এই শ্বেতপদ্ম মরশুমে তোমাকে
ভীষণ ঈশ্বরী বলে মনে হয়,
যেমনটা নিজেকে মনে হয় আরণ্যক বাউল।
গোঁসাই রোদের বিকেল কী আর বিরহলোভী হয়?
এ বিকেল তো আপাদমস্তক
এক ললিত ঠিকানা,
এ বিকেল তোমার আমার
পারিজাত পান্থশালা।
চমৎকার লেখা
খুব ভাল কবিতা ।অভিনন্দন ।