আবেগ কাহন
সুধন্যা
যেসব মানুষ হাসতে জানে বেশি,
তারাই জেনো যাবজ্জীবন হারে!
চোখের জলের ফরাশ পেতে রেখে
রূপকথাকে” হ্যাঁ “বলতে পারে!
বন্ধু মুখে অজস্র হাতছানি….
তবুও তো এক মুখ খুঁজতে চায়!
জ্বরের ঠোঁটে নরম প্রলাপ হয়ে
অবুঝকে যে নিটোল সামলায়!
তাইতো পাথর নদীতে কান পাতে….
সাঁকো বানায় ঝড়ের কাছাকাছি!
এখনো তাই “মানুষ বদল” দিনেও,
ভালোবাসা বলতে বুঝি “আছি”!