বিরহী বাসর
জাহ্নবী জাইমা
রংধনু রংয়ে রাঙ্গায়ে মন
বর্ণালীর বর্ণে সেজেছে গগণ।
নীল নীলাম্বরী অপরূপ অঙ্গে
দোলে এলোকেশ পবনের সঙ্গে।
লাজে রাঙ্গা মুখ ঘোমটার ছলে
ঢাকে সে বদন মেঘের আঁচলে।
মাটিকে জানাতে আকাশের বিয়ে
বৃষ্টির দূত এলো বারতা নিয়ে।
বিরহী বাসর হবে বর্ষাকালে
আষাঢ়-শ্রাবণ জুড়ে অশ্রু জলে।
অঙ্কুরিত হলো বীজ পূণ্য স্নানে
সবুজ পৃথিবী জানে তার মানে।
বাঃ। সুন্দর।
সুন্দর