নবজাতকের জন্য
রুবী মুখোপাধ্যায়
( কবির আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত)
আর একটা নতুন প্রজন্মের
” চোখ “ফোটার আগেই …
রাস্তার রক্ত ধুয়ে ,সাফ করতে হবে !
হাড় , অস্থি , ছাই লুকিয়ে ফেলার জন্য তৈরী হতে হবে
…সব কাজ ফেলে ।
বাঁচে যেন তারা সদ্ভাবে ,
অজানা ভয় যেন ওদের পিছু ছাড়ে ….
রাজপথে আর মোমবাতি হাঁটবে না ..
জ্বলে জ্বলে আর গলে পরবে না মোম !
নতুন কিছু এবার সৃষ্টি হবে !
সভ্যতা বিলীন হয়ে গেলে ওই ছোট্টো হাতের আঙ্গুল কে ধরবে ?
বসবাসের চেয়ে ,
কবরের জমি আজ বেশী !
চিতা নেভাতে জল কম পরে আজ !
এ ভাবেই যদি ধবংস নেমে আসে ,
বারুদ গন্ধে , মেঘেরাও মুখ ফেরায় নিয়ে দীর্ঘশ্বাস !
বিষ্ফোরণের আগুন নিভিয়ে দেবার ,
কে দেবে এই মহান আশ্বাস ?
(২১/৯/১৯ তারিখের লেখা আজ কী ভীষণ প্রাসঙ্গিক – সম্পাদক)
কি সুন্দর লেখা!!
তুই চলে গেলি এটা আজো মানতে পারি নি রে।
খুব মন ছুঁয়ে যাওয়া বাস্তব লেখা।
কোথায় চলে গেলি রুবি ???? করোনা শেষে দেখা করার কথা ছিলো আমাদের
ভালো থাকিস ❤️❤️❤️❤️❤️
খুব সুন্দর লিখেছেন ।
কী আর বলি …..ঈশ্বর আমার কাছে দিদিকে পাঠিয়েছিলেন , কিন্তু এত অল্প সময়ের জন্য সেটা বুঝতে পারিনি …আমার তো একাউন্টই বন্ধ হয়ে গেল দিদির অনুপস্থিতিতে ….একদিক থেকে ভালই হয়েছে , ওই একাউন্টে গেলেই দিদির কথা বেশি মনে পড়ত ….লেখার উপরে মন্তব্য না রাখলে তো দিদিও রাগ করবে ….দিদির লেখাটা আজকের দিনে খুবই তাত্পর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক ….লেখার আঙ্গিক বরাবরই খুব ভালো লাগত আমার ….ভালো থাকিস দিদি …