একদিন বলেছিলে
সেঁজুতি রহমান
একদিন বলেছিলে তুমি
“আমায় ভেবে যদি
জল আসে চোখে
সেদিন বুঝবে
ভালোবেসে ফেলেছো আমায়”
আমিতো ভুলে গেছি
ভালোবাসতে
ছেড়ে এসেছি যেদিন
তোমার চৌকাঠ, আঙিনা
শানবাঁধানো পুকুর পাড়
আর কবিতার বইগুলো।
তোমার স্মৃতির পাপড়িগুলো
এখন আর রোমাঞ্চিত করে না আমায়
ইচ্ছে হয়না আর
ছুটে যাই তোমার পাশে
তোমার ভরাট গলায়
কবিতার মায়াবী দীঘিতে
পদ্ম হয়ে ভাসি
তোমার জন্য ভালোবাসার
কণা মাত্র অবশিষ্ট নেই মনে
তবুও – – – – –
অগুনতি মুখের ভিড়ে
শত ব্যস্ততার মাঝে
যখন একটু সময় একলা থাকি
শুধুই নিজের সাথে
জানিনা কেন যে তখন
তোমায় ভেবে……..
দুচোখ ভিজে যায় জলে।