একান্ত কাছাকাছি
জয়ন্ত বাগচী
চোখের সামনে একটা পাহাড়
যে পাহাড়ের গায়ে কত না গাছ গাছালি
কত পাখির আনাগোনা
সেখানে পৌঁছে যেতে ইচ্ছা করে
অথচ নিয়মের বেড়াজাল তুলে দেয়
বিচ্ছেদের অবিচ্ছিন্ন প্রাচীর
পাহাড় তুমি কাছে এসো না
দূর থেকেই তোমায় ভালোবাসি
হৃদয়ের উষ্ণতা
পৌঁছে দিতে পারবো না কোনদিন
তাই মেঘ হয়ে উড়ে যাবো একদিন
তোমার একান্ত কাছাকাছি ।