মুক্ত গদ্যের মান্দাসে
অসীম দাস
ছন্দের কোনো গাণিতিক নিয়মেই
তোর সুপ্ত প্রতিভার মাত্রা মাপা যায় না ।
তোর ভাবনার বন্দরে ভিড় করে
শত শত ত্রিবেণী সঙ্গম !
তোর বিদ্রোহী মজ্জায় সহস্র দ্রৌপদীর
তীব্র ব্যারিকেডে প্রতিরোধী রাইফেল আয়ু ।
তোর গণতান্ত্রিক স্বপ্নের নটেশাক
মুড়িয়ে খেতে চায় ধর্ষকের বিবাহ প্রস্তাব ।
তোর দমবন্ধ প্রশ্বাসে তখন
অর্গল ভাঙা ক্লোরোফিল- দম ,
অন্ত্যমিলের প্রাচীন প্রাচীর খসে খানখান !
তুই যখন কনে দেখা আলোর মুখে
ছাই দিয়ে আগামী দাম্পত্যের দাঁড়ে
শুদ্ধ মেধার সহযোগী চালক হতে চাস ,
আধুনিক চন্ডীমন্ডপের হুঁকো
গরগর রাগে চুপসে যায় বেলুনের মতো ।
তোর আধুনিক ফুৎকারে
খাপ পঞ্চায়েতের চালা ডুবে যায় আরব সাগরে ।
অতঃপর তোর বিজয়িনী হাস্য হংসধ্বণি
কোনো মুরুব্বির বেঁধে দেওয়া
মন্ত্র তন্ত্র গৎ- এ বাজানো যায় না !
তুই তখন মুক্ত গদ্যের মান্দাসে চড়ে
পাণীনির ব্যাকরণ ভেঙে বিন্ধ্য মোড় পেরিয়ে
অন্তরীণ নাসরিন মিছিলের পথে ধাবমান !