কবিতাঃ সন্ন্যাস – অঙ্কন বসু( আমেরিকা)

সন্ন্যাস
অঙ্কন বসু

সন্ন্যাস নেব ভাবি, দেখি আসে পূর্ণিমা চাঁদ
যৌবন দেখিনি এত অসম্ভব ভরা কারো বুকে
আঁচল সরলে দেখি সুদীর্ঘ বিস্তারিত কাঁধ
যা কিছু নকশা আঁকি, কলঙ্ক বলে নিন্দুকে।
তোমায় দেখব ভাবি, চোখে রাখি দূরবীন চোখ
তোমার জ্যোৎস্না লাগে, মনে হয় দুই হাত দূর
দেহের বাইরে দেহ, পরের বাইরে পরলোকে
পৌঁছবো একদিন, যেদিন আতর ভরপুর।
সন্ধ্যা নামলে বুঝি সান্ধ কবির কবিতারা
পতমঞ্জরী হয়, নেচে ওঠে তাল পাতাটিও
তোমায় জানিনা আমি, কিছুটা চর্যাপদ জানে
একদিন সন্ন্যাস নেব, একটু গৃহস্থ হতে দিও।

3 thoughts on “কবিতাঃ সন্ন্যাস – অঙ্কন বসু( আমেরিকা)

    1. সন্ন্যাস নিতে পারেন যাঁরা , গার্হস্থ্য ধর্ম কতটা মধুর বা অম্ল জানেন তাঁরা। এসব ফেলে দেবার নয়। জগৎ রহস্যের বৈচিত্র্য।

Leave a Reply to Radhakrishna Goswami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *