কবিতাঃ মায়াভেলা – অরূপ পান্তি

মায়াভেলা
অরূপ পান্তি

হেমন্তের নরম ঘাসে কত চিকি চিকি নেহার
তার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা
এক ঝাঁক টিয়া উড়ে গেল মাথার উপর
সবুজ টিয়া তোমার প্রিয় পাখি
#
হাতের ভিতর হাত! সহজ নয়! অজানা ভ্রমণ
মেঘ আমার প্রিয়, দিগন্তচারি প্রেম অনির্বাণ
আকাশে সপ্তবর্ণ, স্মৃতির উঠানে জ্যোৎস্নাবিলাস
এক অপরাহ্ন ভেলা ও ভাসমান উল্লাস।

One thought on “কবিতাঃ মায়াভেলা – অরূপ পান্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *