নত থেক, নত থাকি একুশে
অনুপম দাশশর্মা
আজন্মকাল যে ভাষায় চেতনার বিস্তার
সে ভাষার মিঠে নাম বাংলাভাষা
যে নরম মাটিতে পড়ে জ্যোৎস্নার ছায়ালিপি
তাকে বর্ণনার অলংকার পড়ায় বাঙালির
প্রিয় প্রকাশ, বাংলাভাষায়।
এত যে কাব্যসেতু বাঙালির সাহিত্যের আঙিনায়
এত যে প্রলম্বিত ছায়া অক্ষর চর্চার ভঙ্গিমায়
এত এত ভালোবাসা ছড়িয়ে থাকে কবিতার
পঙক্তির ঘুঙুরে
ইতিহাস কী বিস্মৃত থাকতে দেবে একুশের ধ্বনি এলে?
প্রাণে এসে লাগে অশ্রুর বিষণ্ণ পরিচ্ছেদ
এই একুশের দিনে খুনি প্রশাসন কাড়তে চেয়েছিল
বাংলাভাষার অধিকার
রুখে গেছিল রফিক বরকতদের প্রাণের বিনিময়ে
পৃথিবী ঘুমিয়ে থাকলেও আকাশে প্রহরায় থাকে
ভাষা শহীদদের ছায়ারেখা।
হে বাঙালি, অন্তত এই একুশের দিনে এক ফোঁটা
অশ্রু দান করো আকাশের দিকে নজর ফেলে।
খুব সুন্দর
sundor lekha.
খুশি হলাম
অপূর্ব সুন্দর লেখা দাদা
খুশি হলাম
সুন্দর।
খুব সুন্দর ।
অপূর্ব! কি ভালো লিখেছেন!!