স্বাদ/ অমর চক্রবর্তী

সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ বদলে যায়
শীতে তুমি পটল খেতে চাইবেনা
জানি অতৃপ্তির একটা বারান্দা থাকে
সেখানে সুদৃশ্য চেয়ার বসিয়ে দিলেও
তুমি যেতে চাইবে আগুনের কাছে
আমি তখন দরোজা খোলার
প্রবন্ধ লিখছি লিখছি শর্বরীকথা
তুমি যাবার দিনে বলে গেলে
সমুদ্রে লবন আছে তাই বলে
লবন নিয়ে কি কবিতা হয়!
সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ বদলে যায়, প্রশ্রয়
তখন পূর্ণিমা ছিল আজ ছন্দহীনতার ভয়
ও শরীর তুমিই তবে জীবন মহাশয়।
ভাল লাগল।
কবি অমর চক্রবর্তী শীতের কবিতায় নৈপুণ্য নিখুঁত। ধন্যবাদ কবি।