শীতের গভীর আচরণ / অনুপম দাশশর্মা

শীত যেন একটি অভ্রান্ত শামুক খোলস
ভেতরে নিঃশ্বাসের চিহ্ন নেই
অথচ শুকিয়ে নেওয়া মনের ওম
ফকির করে দেয় ভালবাসার মোহ।
আশ্রয় নিতে হয় সংযমের আহ্বানে
গাছের কোটরে চলে যায় চোখ
যেখানে জীবন বৈরাগ্যের পাঠ নেয়
পাখির চঞ্চুতে।
শীতের গভীরে বাস করে কুণ্ঠিত মন
তার কাছে গিয়ে বসো কিয়ৎক্ষণ
পাখিদের পালক তখন কথা বলে ওঠে
মানুষও চরিত্র পালটায় ভালবাসার
বিরূপ আবহে।
সুন্দর লাগছে ভাবতে। শীতের সংকোচন তো প্রকৃতির বৈরাগ্য তো কিছু কিছু ক্ষেত্রে আনেই। কবির অবেক্ষণ দৃষ্টি সুশোভন। ধন্যবাদ কবি।