মহতী বর্ণমালা
চিরঞ্জীব হালদার

কী বলেন মোহন সি্ং।
কী বলবেন জীবনানন্দ।
পিসার গীর্জা ঠিক কোথায় বসালে
তিলোওমার কপালে রসকলি
কারো বেমানান লাগবেনা।
ভেবে নিন আইবুড়ো কালীন
ভাবী শাশুড়ির যত্নয়াত্তি।
বাছাই কাতলা আর নোলেন গুড়ের সেই রসায়ন
রবীন্দ্র ভাগ্যে জুটেছে কিনা
এটা গবেষকের বিষয়।
আমাদের ফান্ডামেন্টাল রাইটস
বোতামে মানচিত্র এঁকে
ডিভোর্সী বিভোর কুমারের
বউ জোটানোর প্রক্রিয়ায় সফল অংশগ্রহণ।
বর্ণমালার দিব্বি একটাও সাক্ষর
বিফলে যাবেনা।
সুন্দর নির্মাণ। কবিকে ধন্যবাদ।
ভাল কবিতা