হাফ সোয়েটার ২
অরুণ সেনগুপ্ত

ঋতু অনুযায়ী শীত এলে স্মৃতি ভাসে
শিশিরে শিশিরে স্নান সেরে সেরে
শরীরে ঠান্ডা, বেরিয়ে আসে
ন্যাপথলিনের গন্ধ মাখা
জ্বরে অসুখের কমলালেবু
পুরনো সেই হাফ সোয়েটার, যে
বুনেছিল পরমাদরে, তার সাথে
ভুলে যাওয়া কেন যে অকারণ বিবাদ
তবু গলাই শরীরে
উষ্ণতার ভেতর এক সুখস্মৃতি অনুভব
করুণ মায়ার
সময়ের সাথে সাথে সঙ্গী সেই
‘ বিকেল বেলার যুঁই ‘।
অনেক বড় হয়ে তবু মাকে মনে পড়ে তাঁর হাতে বোনা পরম স্নেহে দিন দিন একটু একটু করে হাফ সোয়েটার। তবুতো চারদিকের চাপ দায়িত্ব বহন করতে করতে সংগোপনে তাঁর কথা মনে পড়ে। তবে ভয় হয় বর্তমান যান্ত্রিকতার দিনে কতদিন আর মনে পড়ার উপাদানগুলো এমন করে মনে করিয়ে দেবে আমার অতীতকে মিস্টি সংগোপনে।
ভাল লাগল।