কবিতাঃ অবগাহন,এই নদীর জলে – সাত্যকি

অবগাহন,এই নদীর জলে
সাত্যকি

এই বার ছায়া শব ছেড়ে দিলাম তোমায়
আমার নিজস্ব বলে আজ থেকে কিছু থাকল না
তুমি চলে যাও মুক্ত বিহঙ্গের মতো
পোড়াও অথবা পোড়ো
রাতের মতো অন্ধকার চেপে ধরো বুকে
উড়ে যাও অথবা উড়ে যেতে সাহায্য করো
এই মেঘ আজ থেকে তোমার অনন্ত সঙ্গী হবে
এরা কথা রাখে রাখতে জানে
আমার মতো নয় মাঝপথে গিয়ে দিক গুলিয়ে
ফেলে জনে জনে ফিরে ঘুরে আসে
এরা কথা রাখে ধাবমান নদীর মতো
তুমি চলে যাও মুক্ত আজ থেকে
আমার এই দুই হাতের উষ্ণতা অথবা শীত
নম্রতা অথবা রুক্ষতা আর রুদ্ধ করবে না তুমি
মুক্ত হলে আজ থেকে ছায়া শব চলে যাও
সেই কাঞ্চনজঙ্ঘার উচ্চতায় কিংবা জিরাফের
গলা ধরে ঝুলে পড়ে মাটির কাছাকাছি
দোল খাও রোদ্দুরে ছবি ফুটে উঠুক কিংবা শালিকের পাশে
ধূসর কোনো বিকেলে,সে যাই হোক
ইচ্ছেযাপন করে নাও এই তোমার সাথে আমার
শেষ,শেষ সংগম
তুমি চলে যাও কুয়াশার সেই ভোর যেখানে
চোখে আবছা স্বপ্নরা ঘুমে ঢুলে পড়ে
সেই ভোর থেকে তোমার মুক্তি হল আজ
বিহঙ্গের মতো উড়ে যাও যতক্ষণ খোলা আছে
এই হাত এইমাত্র চলে যাও
কখন কথা ঘুরে যায় মন সরে যায়
তবে যাওয়ার আগে একবার একটা কথা শুনে যাও
কোনোদিন অবগাহনের কাল এলে ফিরে আসবে,
দাঁড়াবে সামনাসামনি এই নদীর জলে?

One thought on “কবিতাঃ অবগাহন,এই নদীর জলে – সাত্যকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *