রোদ্দুরের বিষাদ লিপি
সুধন্যা ব্যানার্জী

শেষ বিকেলের আলোর কাছে কথা দিলাম….
এলোমেলো রোদ্দুরের মতো তুই টা কে ভুলেই যাব!
দূর দিগন্তের ফটোশপে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে গোধূলির রং;
ইনবক্সে তোর ছোট্ট ছোট্ট চিরকুট অন্যরকম একটা মানুষকে জানান দিচ্ছে..
যে কারুর ছোট্ট বাসা পেড়ে এনে, ছিঁড়ে ফেলে বাজার দরে বিক্রি করে দেয়…
অন্যকে কষ্ট দেবার আনন্দে অক্লেশে যে মাতোয়ারা!
অথচ ,এই তুইটা আমার ছোটবেলার স্মৃতির মতো আদুরে ছিলি…
দুহাত পেতে দাঁড়িয়ে ছিলাম তোর সামনে…
অনিবার্য বিষাদকে ভবিতব্য জেনেও সেই নিষ্ঠুর খেলায় নিজেকে ভাঙছিলাম আর ভাঙছিলাম!
তীব্র অসমাপ্ত কবিতার মত তোকে লিখতে চেয়েছিলাম, অক্ষরের উপুড় করা সাহচর্যে….
বিস্তর হাঁটাহাঁটি পেরিয়ে বুঝলাম, মেকি শব্দের কোলাজ আজও আমার জন্য নয়…
এ মাটি আকাশ ছুঁল না!
খুব সুন্দর।
বেশ ভাল।