পৌষালী
মধুমিতা ধর

ধীর লয়ে বুঝি এসেছে শীতের বেলা
সে ও বুঝি আজ ন্যুব্জ বয়স ভারে
ঘাসের আগায় শিশিরের জমা ফোঁটা
সুখ খুঁজে নেয় নিজস্ব অধিকারে।
আসি আসি করে দিন বয়ে গেছে কত
শুষ্ক শাখায় কুঁড়ি আসবার আগে
কানাকানি করে বলে গেছে কিছু কথা
কুয়াশার গান বাজে পৌষালী রাগে।
শীতের নাচন আমলকী বন জুড়ে
জলের বুকে ভেজা শিশিরের গান
আকাশের গায়ে গোধূলির লাল আলো
সারা রাত ধরে জ্যোৎস্নার ধারা স্নান।
কৃষ্ণচূড়ায় ফাগুন আসবে বলে
বিটপী শাখায় কত ছিল আয়োজন
দু’চোখ জুড়ানো আবীর রাঙানো নেশা
কুজ্ঝটিকার মায়া ভরা অনুক্ষণ।
আজ শূণ্যতা ভরিয়ে দেওয়ার খেলা
কাঙাল, তোমার জীর্ণ উত্তরীয়
তবুও তোমার সামনে দু’হাত মেলি
বাকীটা না হয় ফাগুন বেলায় দিও।।
অসম্ভব ভালো লাগল। আপনার আরো কবিতা পড়তে চাই।
কি সুন্দর লাগলো!
অসাধারণ একটি কবিতা। কবি মধুমিতা ধরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।