কবিতাঃ চিরঞ্জীব হালদারের দুটি কবিতা

চিরঞ্জীব হালদারের দুটি কবিতা

আজ আর ভেবো না আম পাতা ।
আলতা পথ ।
কচ্ছপের মাংসে যে ধী- বীর্যের বসত তাকে ডেকে নাও।
ডেকে নাও দেওয়ালের সাদা মানচিত্রে।
মর্মে মর্মে ভেড়ার প্রণয়।
সব জানে আউশ ক্ষেতের আল ।
সুরমা আঁকা প্রজাপতি ।
গাছে গাছে রাজস্থানী গোধূলি। ভাবো আমি ভস্ম।
আমি আধার।
আমি সময়। আমি মানচিত্র।হ
ভাবো আমি নিহত খাজনারদার।
হে খাজাঞ্জীচাচা
আমাদের নিয়তি তোমার অনুগত ।

সিরাজের শেষ মৃত্যু সাঁতারে আপনি কি সহ-সাঁতারু।
পলায়মান অস্ত্রের ফলা থেকে নির্গত নৌকা ক্রন্দন।
বায়ু বিমান আপনার গতিবিধি শনাক্ত করলেও আপনি নির্বিকার।
আপনি দ্বার ও দ্বারি। ঘাত ও ঘাতক।
প্রণয় শেষের জাইগোট থেকে উদ্ভূত পবিত্র বীজ তন্তু।
আম ফলের মতো শাঁস সুস্বাদু ।
ঘর ঘূর্ণায়মান ।
সীতারামনের ভারিক্কি অর্থনীতির ভেতর আপনি ঘূর্ণায়মান ।
প্লেটোর ধর্মশালায় ছদ্দবেশী এলিয়েন।
প্রবেশ ও প্রস্থান কোন ছাড়পত্র ছাড়াই ।
চক্ষু ও নাসার কোন আলাপন ছাড়াই সুস্বাদু এক প্রণয় কনা ।
কোনো প্রতিপক্ষ নেই।
শুধু মিতভাষী চাঁদটা আপনাকে দেখলেই দীর্ঘস্থায়ী অভিবাদনে ঢলে পড়ে।

2 thoughts on “কবিতাঃ চিরঞ্জীব হালদারের দুটি কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *