সেরা মন্তব্যঃ স্বপন নাগ

গত সপ্তাহের সম্পাদকীয়তে লেখক স্বপন নাগের মন্তব্য এ সপ্তাহের সেরা মন্তব্য হিসেবে প্রকাশিত করা হল।

তিনি লিখেছেন –

“অবেক্ষণ” উল্লেখ করার মত একটি পত্রিকা। লেখা নির্বাচন ও পরিবেশনায় যে রুচির ছাপ থাকে, তা প্রশংসনীয় তো বটেই, এমন পরিবেশনার নেপথ্য-যত্নটুকু খুব সহজেই অনুমান করা যায়। তবু বলব, টাইপ সিলেকশনে আর একটু সতর্কতার দরকার। মূল শিরোনাম এবং সাবটাইটেলের টাইপের মাপ ভিন্ন হওয়াই বাঞ্ছনীয়।

সম্পাদকের উত্তর –

আপনার মত লেখক এবং মনযোগী পাঠক অবেক্ষণ পত্রিকার সম্পদ। আপনার সৃষ্টি এবং সাহচর্যে আগামীতেও পত্রিকা সমৃদ্ধ হবে এই আশা রাখি।

One thought on “সেরা মন্তব্যঃ স্বপন নাগ

  1. লেখক ও পাঠকের মেলবন্ধন সুস্থ পত্রিকার পক্ষে বিশেষ প্রয়োজন।

Leave a Reply to ভূমিকা গোস্বামী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *