এ সপ্তাহের সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

এ সপ্তাহের সম্পাদকীয়

প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার ২০২০ সালের ডিসেম্বর মাসের তৃতীয় সাপ্তাহিক সংখ্যা। এই সংখ্যাও অন্যান্য সংখ্যার মত পাঠককে সুসাহিত্য পাঠের তৃপ্তি উপহার দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। অবেক্ষণ পত্রিকার সমস্ত লেখক এবং পাঠককে সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের বন্ধুতায়, শুভেচ্ছায় পত্রিকার পথচলা।

এসপ্তাহের পত্রিকায় আছে সাম্প্রতিক, দুটি মুক্তগদ্য, একটি ছোটগল্প, আটটি কবিতা, হিন্দি থেকে বাংলায় অনুদিত কবিতাগুচ্ছ, তিনজন শিল্পীর আঁকা ছবি এবং গত সংখ্যার লেখায় করা সমস্ত মূল্যবান মন্তব্য থেকে বেছে নেওয়া একজন পাঠকের সেরা মন্তব্য।

অসম্ভব কর্ম ব্যস্ততা, ঘরে বাইরে অসুখের কড়া নাড়া, সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, ভয়, উদ্বেগ নিয়ে জর্জরিত হয়েও সাহিত্য অনুরাগী মানুষ সাহিত্য তৃষ্ণা নিয়েই বাঁচে । অবেক্ষণ পত্রিকা অল্প হলেও সেই তৃষ্ণা মেটাতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও তেমন ইচ্ছে এবং চেষ্টা থাকবে।

অনেক লেখা পাচ্ছি। সাহিত্য গুণ আছে এমন লেখাই অবেক্ষণ পত্রিকায় প্রকাশের যোগ্য, সেই কারণে সব লেখা প্রকাশ করতে আমরা অক্ষম। কেউ কেউ ভৌতিক গল্প পাঠিয়েছেন, আমাদের এখনো তেমন কোন বিভাগ নেই। নেগেটিভ এনার্জি কে সঞ্চারিত করে এমন লেখাও পত্রিকার জন্য কাম্য নয়, তেমন লেখাও তাই মনোনীত হয়না। তাই আপনার অপ্রকাশিত সেরা লেখাই পাঠান, অবশ্যই প্রকাশিত হবে। প্রতিষ্ঠিত কবি, লেখক, শিল্পীর পাশাপাশি নতুন প্রতিভাকেও অবেক্ষণ পত্রিকা সাদরে গ্রহণ করেছে বরাবর। সেই ধারা আজও বজায় আছে। সকলকে আমন্ত্রণ জানাই। ভালোবেসে লিখুন, ভালোবেসে পড়ুন। ভালো থাকুন। নমস্কার।

3 thoughts on “এ সপ্তাহের সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

  1. চমৎকার, ঝরঝরে ,আন্তরিক, বাস্তব লেখা। ধন্যবাদ ও অভিনন্দন।

  2. প্রতি সপ্তাহের মতো এবারের সম্পাদকীয় লেখাটি চমৎকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *