এ সপ্তাহের সম্পাদকীয়
প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার ডিসেম্বরের দ্বিতীয় সাপ্তাহিক সংখ্যা ৷ অন্য সব সংখ্যার মত এই সংখ্যাতেও আছে সাম্প্রতিক কলামে মনোগ্রাহী বিষয়ের প্রতি আলোকপাত। বেশ কয়েকজন উৎসাহী পাঠকের অনুরোধে ধারাবাহিক ভাবে শুরু হয়েছে ভাগবত কথা, এ সপ্তাহে আছে দ্বিতীয় পর্ব। আছে সুন্দর দুটি ছোটগল্প, সাতটি অসাধারণ কবিতা, চীনের কবিতা থেকে বাংলায় অনুদিত এক গুচ্ছ কবিতা, দুজন শিল্পীর চিত্রাঙ্কন নিয়ে অবেক্ষণ গ্যালারি এবং আছে পাঠকের মন্তব্য। এই সংখ্যা সকলেরই ভালো লাগবে, এমন বিশ্বাস করি।
দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের বাঙালি অবেক্ষণ পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছেন, সমৃদ্ধ করেছেন পত্রিকাকে। সু সাহিত্যকে সর্বদা স্বাগত জানায় আমাদের পত্রিকা। পত্রিকায় দেওয়া লেখা পাঠানোর নিয়মানুযায়ী আপনার অপ্রকাশিত সেরা লেখা পাঠান ইমেইল ঠিকানায়, মনোনীত হবার পর তা অবশ্যই পত্রিকায় প্রকাশিত হবে। তবে, সকলের লেখা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনা বিভিন্ন কারণে। কয়েকজন লেখক নিজের বহু পঠিত লেখা, বারবার বিভিন্ন জায়গায় প্রকাশের পর পত্রিকায় দিয়েছেন, সেক্ষেত্রে পত্রিকার নিয়মে সেই লেখা প্রকাশ যোগ্য থাকেনা। ছবির ক্ষেত্রেও একই নিয়ম। নিয়ম মেনে চলতেই হয়, তাই অনুরোধ করি, আবার অপ্রকাশিত লেখা অথবা ছবি পাঠিয়ে দিন, অবশ্যই পত্রিকায় প্রকাশিত হবে।
পৃথিবীর বড় দুর্দিনে অবেক্ষণ পত্রিকার অনলাইন সংস্করণ পথ চলতে শুরু করেছিল। যে সময় সকলেই বিচ্ছিন্ন দ্বীপের মত একা করে ফেলছিল নিজেকে। অবেক্ষণ পত্রিকা কিছুটা হলেও এক সম্প্রীতির বাতাবরণ নির্মাণ করতে পেরেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বেশ কিছু বাঙালিকে এক সূত্রে বাঁধতে পেরেছে। শিল্পী, লেখক, পাঠক সকলের সাথে সকলের মনোভাব, সংস্কৃতির আদান প্রদানে সমৃদ্ধ হতে পেরেছেন সকলেই। অবেক্ষণ পত্রিকার উঠোনে সকলকে স্বাগত। ভালোবেসে লিখুন, ভালোবেসে পড়ুন।
বই যেমন হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়েই পড়তে হয়, এখানে শুধুমাত্র লিঙ্কে আঙুল ছোঁয়ানোই যথেষ্ট। আপনার পাঠ প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবে অবেক্ষণ পত্রিকা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। নমস্কার।
সম্পাদিকার পরিশীলিত দক্ষ আঙুলের স্পর্শে অনায়াসে বুনে চলা এত সুন্দর সম্পাদকীয় আগে কোন পত্রিকায় পড়েছি বলে মনে পড়েনা।
অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা জানাই।
“অবেক্ষণ” উল্লেখ করার মত একটি পত্রিকা। লেখা নির্বাচন ও পরিবেশনায় যে রুচির ছাপ থাকে, তা প্রশংসনীয় তো বটেই, এমন পরিবেশনার নেপথ্য-যত্নটুকু খুব সহজেই অনুমান করা যায়। তবু বলব, টাইপ সিলেকশনে আর একটু সতর্কতার দরকার। মূল শিরোনাম এবং সাবটাইটেলের টাইপের মাপ ভিন্ন হওয়াই বাঞ্ছনীয়।
আপনার মূল্যবান মন্তব্য গ্রহণ করলাম। অশেষ শুভকামনা।
অপূর্ব।সম্পাদিকার দক্ষ পরিচালনায় তরতর করে অবেক্ষণ এগিয়ে চলেছে। অনেক শুভ কামনা।