দুটি কবিতাঃ তীর্থজল, বসন্ত প্রপাত – দীপক মান্না

দুটি কবিতা – দীপক মান্না

তীর্থজল

স্তব্ধতার কাছে রেখে দিই, আমার সকল ব্যর্থতা
খামের ভিতর প্রত্যাশার মেঘ ;
প্রেম করুণাশ্রিত হলে,ইথারে ভেসে যায় মায়াটান;
জীবনের কমন্ডলুতে শুধু কি তীর্থজলই থাকে!
নাকি থাকে বেদনাশ্রু, ঘাম!
যা কুড়িয়ে নিতে হয় সযত্নে, প্রলোভনে,
ছিটিয়ে দিতে হয় সর্বাঙ্গে, সময়ের উঠোনে;
বিষাদেও সুরভিত করতে হয় জীবনের স্বরলিপি।

বসন্ত প্রপাত

বাইরে আশ্বিন মাস অথচ ভিতরে বৃষ্টি ঋতু;
ধুয়ে যাচ্ছে সব পরাগরেণু বৃন্তের গা বেয়ে,
ঠিকানা বিহীন হয়ে উঠছে গোপন স্রোত।
এখন শীত মাড়িয়ে চলেছি…
হাঁটবো… হাঁটবো…
হাঁটবো ততদিন, তত পথ, তত দূর
যতটা গেলে বসন্ত প্রপাতের সন্ধান পাওয়া যায়।

5 thoughts on “দুটি কবিতাঃ তীর্থজল, বসন্ত প্রপাত – দীপক মান্না

  1. তীর্থজল কবিতাটি অসাধারন লাগলো .. . ” প্রেম করুণাশ্রিত হলে ইথারে ভেসে যায় মায়াটান” কি অপূর্ব।
    বসন্তের প্রপাত এর সন্ধানে রইলাম। অনবদ্য

Leave a Reply to সুবিৎ ব্যানার্জি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *