কবিতাঃ গভীরতায় তোমাকে ছুঁয়েছি – গৌতম নাথ (বোধিসত্ত্ব)

গভীরতায় তোমাকে ছুঁয়েছি
গৌতম নাথ( বোধিসত্ত্ব
)

বিনম্রতায় সেদিন তুমি
আদ্যোপান্ত‌ই সীমারেখাহীন
নীল সমুদ্র হয়ে গিয়েছিলে, যে
সমুদ্রে‌ জোয়ারের কোনো
পরিমাপ ছিল না—— ছিল না
গভীরতার কোনো পরিভাষা।

যেটুকু সময় তোমাকে
পেয়েছিলাম পিছুটান ছাড়া,
সেটুকুই ছিল আমার কাছে
গভীরতা স্পর্শ করা নিজ
নিকেতন—– সেটুকুই ছিল
আমার পরম আরোহন।

চাঁদের‌ও তো এতো জোছনা হয়
না—– আকাশের‌ও উদারতায়
সার্বজনীন ভাগ পড়ে যায়–
—— একমাত্র পিছুটানহীন
তুমিই পেরেছিলে আমার
সহদর্শন ধর্মিনী হতে —– আমার
মহারাগ হতে।

আমি পাথরে পাথর ঘষে
নিষাদের আগুন জ্বালাই
না——- জানি তাতে আমার‌ও
চিতা পুড়বে নিদারুণভাবে।

খানিকটা অবাধ্য হয়ে যেটুকু
কোমলতা স্পর্শ করতে পারি
সেটুকুই তো আমার অমলিন
জলসা——– সেটুকুই আমার
ভগ্নাংশ বিহীন ভাগফল।

তুমি কথাকলি ——- তুমি
দিয়া—— তুমি ব্যাপকতা——
আন্তরিকতা——- আত্মিকতা।

3 thoughts on “কবিতাঃ গভীরতায় তোমাকে ছুঁয়েছি – গৌতম নাথ (বোধিসত্ত্ব)

  1. অসাধারণ একটা কবিতা পড়লাম । খুব ভালো লাগলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *