ভাবুক
অনিন্দ্য গোস্বামী

চার পাশে ভিড় থাকে থাকুক,
আদ্যপান্তো ভাবে ভাবুক।
শুকনো হাওয়া ঘোরে ঘুরুক ,
স্বপ্নের মেঘ জমে জমুক।
অনুভূতি আর স্বপ্ন জমে মেঘ গোপনে আগন্তুক।
বৃষ্টি হয়ে ঝরে ঝরুক,
কেউই না হয় নাই জানুক।
স্বপ্ন তবু বাড়ে বাড়ুক,
পণ্য না হয় নাই বিকুক।
কার্য্য কারণ চলে চলুক,
তবুও বাঁচুক অহৈতুক।
কফির কাপে দিয়ে চুমুক
আদ্যোপান্ত ভাবে ভাবুক।
বাঃ দারুণ।
বাহ্….দারুণ লাগলো ।
খুব ভালো লাগলো।