কবিতাঃ বদল – অনুপম দাশশর্মা

বদল – অনুপম দাশশর্মা

স্বভাবগত কারনেই বদল আসে, ছড়ায় চেনা সম্পর্কে
আসে ভাবনার গতিপথ আর চিবুকের ভাঁজে
বিবর্ণ মরশুম
আবার হঠাৎই ভেসে ওঠে অচেনা ছায়াপথ
দুমড়ানো চেতনার বাঁকে।

সবটাই এককালীন আশ্বাস
এই যেমন সকালে কচলান চোখের আদিখ্যেতা
ছায়া ঢাকা শেষ বিকেলে অন্য গল্পে গড়ায়।

যাঁরা সজ্ঞানে রোদ্দুরে ছাতা ধরে চমৎকারিত্বে
প্রাক-বর্ষায় হাত ছাড়িয়ে দৌড়য়
পাকা উঠোনে, বদলের শয্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *