সূর্যমুখী অভিসার
ঝুমা মজুমদার চৌধুরী
প্রতিবার সূর্যমুখী অভিসারে
আমি অন্তর্যামী আলিঙ্গনে তোমাকে ছুঁয়ে থাকি
যে প্রত্যাশাগুলো তীরের মত বিঁধছিলো
সেগুলো অবলীলায় দুগ্দ্ধস্রোতে মন্ত্র
আমার কামিনী শরীরে কুলকুল অমৃত….
দিন ফুরোলো সবুজ কুর্চি অন্ধকার
স্বাতী নক্ষত্রের চোখের জলে ধুয়ে যায় ক্ষত
নিস্তব্ধ ছায়াপথ , কল্যাণী তারার আশীষ ছুঁয়ে
শূন্য হাতে চলেছি, পথ অনন্ত….
নক্ষত্র আদরে শিশির বুকে ডুবে যায়
কালপুরুষ সমর্পণ, আকাশে নীহারিকা স্তন
অবোধ শিশুর চোখের পাতায় আঁকে
অপত্য চুম্বন……
ভাল লাগল।
khub valo