অসময়ে
কৃত্তিকা ভৌমিক
শ্রাবণ এলে আজও তুমি
বৃষ্টি ভেজো তেমন?
আজও তোমায় বৃষ্টি ভাবায়
ভাবতে আগে যেমন!
মেঘের পরত সরিয়ে যখন
রামধনু রঙ হাসে
ভাবতে তুমি দিগন্তরঙ
তোমায় ভালোবাসে।
রঙ মেখেছো গোধূলিতে
রাত্রি অবসানে
তুমি ছিলে আবেশ মেখে
রঙিন সঙ্গোপনে।
বিদায়বেলায় হয়নি বলা
অভিমানী ব্যথা
বিষন্নতার হেমন্তে তাই
শ্রাবণ দিনের কথা।
বাঃ। সুন্দর।
খুব সুন্দর হয়েছে।